বিশ্বের সর্বাধিক নেট পাগল মানুষ(এলিয়ানও হতে পারে) ব্রাউজিংয়ের জন্য Mozilla firefox ব্যবহার করে।তাদের কথা চিন্তাকেই আজ মজিল্লার শর্ট-কাট কী গুলো একসাথে করলাম।
নিচের কোন শর্ট-কাট কী-এর কাজ কি তা উল্লেখ করা হলঃ
- সরাসরি
ওয়েব লিখতে Ctrl + L
- নতুন পৃষ্ঠা খুলতে Ctrl + N
- নতুন ট্যাব খুলতে Ctrl + T
- পরবর্তী
ট্যাবে যেতে Ctrl + Tab
- আগের ট্যাবে যেতে Ctrl + Shift + Tab
- ট্যাব বন্ধ করার জন্য Ctrl + W
- পেজ সেভ করতে Ctrl + S
- পেজ রিলোড অথবা রিফ্রেশ করতে F5
- স্ক্রিনজুড়ে ফায়ারফক্স দেখতে F11
- হোম পেজে যেতে চাইলে Alt + Home
- বুকমার্ক
করতে চাইলে Ctrl + D
- সরাসরি
সার্চ বক্সে যেতে Ctrl + K
- লেখাকে
বড় করতে চাইলে Ctrl O +
- লেখাকে
ছোট করতে চাইলে Ctrl O –
- পেজের নিচের দিকে আসতে চাইলে Spacebar
- পেজের ওপরের দিকে আসতে চাইলে Shift + Spacebar
- ওয়েব পেজে কোনো কিছু খুঁজতে চাইলে Ctrl + F
- ব্রাউজিং
হিস্টোরি দেখতে Ctrl+ H
- ডাউনলোড
লিস্ট দেখতে Ctrl+ J
- কম্পিউটার থেকে কোনো ফাইল খুলতে Ctrl+ O
- ওয়েব পেজ প্রিন্ট নিতে Ctrl+ P
- পরের শব্দ খুঁজতে চাইলে Alt + N
- .com-এর ক্ষেত্রে Ctrl + Enter
- .net-এর ক্ষেত্রে Shift + Enter ও
- .org-এর ক্ষেত্রে Ctrl + Shift +
Enter বসালেই
0 Comments