মুঘল সাম্রাজ্যের ইতিহাস (১৫২৬–১৮৫৭)



আপনি জানেন কি?

ভারত উপমহাদেশের একটি সাম্রাজ্য।উপমহাদেশের অধিকাংশ অঞ্চলজুড়ে মুঘল সাম্রাজ্য বিস্তৃত ছিল। মুঘল সাম্রাজ্য পারস্যের ভাষা, শিল্প ও সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল।পানিপথের প্রথম যুদ্ধে ইবরাহিম লোদির বিরুদ্ধে বাবরের জয়ের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। মুঘল সম্রাটরা ছিলেন মধ্য এশিয়ার তুর্কি-মঙ্গোল বংশোদ্ভূত। তারা চাগতাই খান ও তৈমুরের মাধ্যমে নিজেদের চেঙ্গিস খানের বংশধর বলে দাবি করতেন। ১৫৫৬ সালে আকবরের ক্ষমতারোহণের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের ধ্রুপদি যুগ শুরু হয়। আকবর ও তার ছেলে জাহাঙ্গীরের শাসনামলে ভারতে অর্থনৈতিক প্রগতি বহুদূর অগ্রসর হয়। আকবর অনেক হিন্দু রাজপুত রাজ্যের সাথে মিত্রতা করেন। কিছু রাজপুত রাজ্য উত্তর পশ্চিম ভারতে মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ জারি রাখে কিন্তু আকবর তাদের বশীভূত করতে সক্ষম হন। মুঘল সম্রাটরা মুসলিম ছিলেন তবে জীবনের শেষের দিকে শুধুমাত্র সম্রাট আকবর ও তার পুত্র সম্রাট জাহাঙ্গীর নতুন ধর্ম দীন-ই-ইলাহি অনুসরণ করতেন।

শাহজাহানের যুগে মুঘল স্থাপত্য এর স্বর্ণযুগে প্রবেশ করে। তিনি অনেক স্মৃতিসৌধ, মসজিদ, দুর্গ নির্মাণ করেন যার মধ্যে রয়েছে আগ্রার তাজমহলমোতি মসজিদলালকেল্লাদিল্লি জামে মসজিদ। আওরঙ্গজেবের শাসনামলে মুঘল সাম্রাজ্যের সীমানা সর্বোচ্চ পর্যায়ে পৌছায়। শিবাজী ভোসলের অধীনে মারাঠাদের আক্রমণের ফলে সাম্রাজ্যের অবনতি শুরু হয়। আওরঙ্গজেবের সময় দক্ষিণ ভারত জয়ের মাধ্যমে ৩.২ মিলিয়ন বর্গ কিলোমিটারের বেশি অঞ্চল মুঘল সাম্রাজ্যের অন্তর্গত হয়। এসময় সাম্রাজ্যের জনসংখ্যা ছিল ১৫০ মিলিয়নের বেশি যা তৎকালীন পৃথিবীর জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ এবং জিডিপি ছিল ৯০ বিলিয়ন ডলারের বেশি।
১৮শ শতাব্দীর মধ্যভাগ নাগাদ মারাঠারা মুঘল সেনাবাহিনীর বিপক্ষে সফলতা লাভ করে এবং দক্ষিণাত্য থেকে বাংলা পর্যন্ত বেশ কিছু মুঘল প্রদেশে বিজয়ী হয়। সাম্রাজ্যের প্রশাসনিক ও অর্থনৈতিক প্রক্রিয়ার দুর্বলতার কারণে অভ্যন্তরীণ অসন্তোষ সৃষ্টি হয় যার ফলে বিভিন্ন প্রদেশ কার্যত স্বাধীন হয়ে পড়ে। ১৭৩৯ সালে কারনালের যুদ্ধে নাদির শাহেরবাহিনীর কাছে মুঘলরা পরাজিত হয়। এসময় দিল্লি লুন্ঠিত হয়। পরের শতাব্দীতে মুঘল শক্তি ক্রমান্বয়ে সীমিত হয়ে পড়ে এবং শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের কর্তৃত্ব শুধু শাহজাহানাবাদ শহরে সীমাবদ্ধ হয়ে পড়ে। সিপাহী বিদ্রোহের সমর্থনে তিনি একটি ফরমান জারি করেছিলেন। সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতার বিরুদ্ধে রাজদ্রোহীতার অভিযোগ এনে কারাবন্দী করে। শেষে তিনি রেঙ্গুনে নির্বাসিত হন এবং সেখানেই মারা যান।


নাম উৎপত্তিঃ 
সমসাময়িকরা বাবরের প্রতিষ্ঠিত সাম্রাজ্যকে তিমুরি সাম্রাজ্য বলে উল্লেখ করেছেন যা মুঘলরা নিজেরাও ব্যবহার করত।আইন-ই-আকবরিতে হিন্দুস্তান নামটি উল্লেখ রয়েছে।পাশ্চাত্যে মুঘল শব্দটি সম্রাট ও বৃহৎ অর্থে সাম্রাজ্য বোঝাতে ব্যবহৃত হত।মঙ্গোল শব্দের আরবি ও ফারসি অপভ্রংশ থেকে মুঘল শব্দটি এসেছে।তবে বাবরের পূর্বপুরুষরা সাবেক মঙ্গোলদের চেয়ে ফারসি সংস্কৃতি দ্বারা বেশি প্রভাবিত ছিলেন। 
মুদ্রাঃ রুপি। 
ভাষাঃ  ফারসি (সরকারি), চাগতাই তুর্কি (প্রাথমিকভাবে), উর্দু (পরবর্তী সময়)। 
রাজধানিঃ 
আগ্রা(১৫২৬–১৫৭১),
ফতেহপুর সিক্রি(১৫৭১–১৫৮৫)
লাহোর(১৫৮৫–১৫৯৮)
আগ্রা(১৫৯৮–১৬৪৮)
শাহজাহানাবাদ, দিল্লি (১৬৪৮–১৮৫৭)

ধর্মঃ  ইসলাম (১৫২৬-১৮৫৭), দীন-ই-ইলাহি (১৫৮২-১৬০৫)
বর্তমানে অংশঃ আফগানিস্তান,বাংলাদেশ,ভারত,পাকিস্তান।
Mughal empire 

সম্রাটদের তালিকা ও শাসনকালঃ   

১- জহিরউদ্দিন মুহাম্মদ_বাবর  (৩০ এপ্রিল ১৫২৬ – ২৬ ডিসেম্বর ১৫৩০)
২ - নাসিরউদ্দিন মুহাম্মদ _হুমায়ুন (২৬ ডিসেম্বর ১৫৩০ – ১৭ মে ১৫৪০ এবং ২২ ফেব্রুয়ারি ১৫৫৫ - ২৭ জানুয়ারি ১৫৫৬)
৩- জালালউদ্দিন মুহাম্মদ_আকবর-এ-আজম  (২৭ জানুয়ারি ১৫৫৬ – ২৭ অক্টোবর ১৬০৯)
৪- নুরউদ্দিন মুহাম্মদ সেলিম _জাহাঙ্গীর  (১৫ অক্টোবর ১৬০৫ – ৮ নভেম্বর ১৬২৭)
৫- শাহাবউদিন মুহাম্মদ খুররম_শাহজাহান-এ-আজম  (৮ নভেম্বর ১৬২৭ – ২ আগস্ট ১৬৫৮)
৬- মুহিউদ্দিন মুহাম্মদ_আওরঙ্গজেব আলমগীর  ( ৩১ জুলাই ১৬৫৮ – ৩ মার্চ ১৭০৭)
৭- আবুল ফাইজ কুতুবউদ্দিন _মুহাম্মদ আজম শাহ  (১৪ মার্চ ১৭০৭ – ৮ জুন ১৭০৭)
৮- কুতুবউদ্দিন মুহাম্মদ মুয়াজ্জম_বাহাদুর শাহ (১৯ জুন ১৭০৭ – ২৭ ফেব্রুয়ারি ১৭১২)
৯- মাআজউদ্দিন জাহানদার শাহ _বাহাদুর জাহানদার শাহ  (২৭ ফেব্রুয়ারি ১৭১২ – ১১ ফেব্রুয়ারি ১৭১৩)
১০- ফর‌রুখসিয়ার (১১ জানুয়ারি ১৭১৩ – ২৮ ফেব্রুয়ারি ১৭১৯)
১১- রাফি উল-দারজাত (২৮ ফেব্রুয়ারি – ৬ জুন ১৭১৯)
১২- রাফি উদ-দৌলত _দ্বিতীয় শাহজাহান৬ জুন ১৭১৯ – ১৯ সেপ্টেম্বর ১৭১৯)
১৩- রোশান আখতার_বাহাদুর মুহাম্মদ শাহ ( ২৭ সেপ্টেম্বর ১৭১৯ – ২৬ এপ্রিল ১৭৪৮) 
১৪- আহমেদ শাহ বাহাদুর ( ২৬ এপ্রিল ১৭৪৮ – ২ জুন ১৭) 
১৫- আজিজউদ্দিন _দ্বিতীয় আলমগীর ( ২ জুন ১৭৫৪ – ২৯ নভেম্বর ১৭৫৯) 
১৬- মুহিউল মিল্লাত _তৃতীয় শাহজাহান ( ১০ ডিসেম্বর ১৭৫৯ – ১০ অক্টোবর ১৭৬০) 
১৭- আলি গওহর _দ্বিতীয় শাহ আলম ২৪ ডিসেম্বর ১৭৫৯ – ১৯ নভেম্বর ১৮০৬ (৪৬ বছর, ৩৩০ তিন))
১৮- মির্জা আকবর _দ্বিতীয় আকবর শাহ ( ১৯ নভেম্বর ১৮০৬ – ২৮ সেপ্টেম্বর ১৮৩৭) 
১৯-  আবু জাফর সিরাজউদ্দিন মুহাম্মদ বাহাদুর শাহ জাফর দ্বিতীয় বাহাদুর শাহ
       (২৮ সেপ্টেম্বর ১৮৩৭ – ১৪ সেপ্টেম্বর ১৮৫৭ (১৯ বছর ৩৫১ দিন)) 





Read more:   Life is mysterious science

      



Post a Comment

0 Comments