সারাদিনে টুকিটাকি অনেক কাজিই কম্পিউটারের সামনে বসে করতে হয়। তাই সেই কাজে গতি বাড়াতে আজ আমি আপনাদের সাথে এমন দশটি কম মেগাবাইটের ফ্রী উইন্ডোজ সফটওয়্যার সম্পর্কে আলোচনা করবো যেগুলো অবশ্যই দরকারি। প্রথমত, সফটওয়্যারগুলোর ফাইল সাইজ কম হলেও, এদের ফাংশন বা কাজ সাইজের চাইতে কয়েকগুন বেশি। ওই যে কথাই বলে না, ছোট মরিচের ঝাল বেশি। তো চলুন বেশি বকবক না করে সরাসরি সফটওয়্যারগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাকঃ
1) Everything: বিভিন্ন প্রয়োজনে কম্পিউটারে নানান ডকুমেন্টস সেভ করে রাখতে হয়। কাজের প্রয়োজনে আবার সেগুলো খুঁজেও বের করতে হয়। কিন্তু Windows-এ ডিফল্ট যে সার্চ বক্স আছে তা খুবিই স্লোল বা ধীর গতিতে কাজ করে, ডকুমেন্টস লোড নিতে অনেক দেরি হয়, অনেক সময় প্রয়োজনীয় ফাইল খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। তাই দ্রুত ডকুমেন্টস বা ডাটা খুঁজে পেতে স্বল্প ফাইলের 'Everything' Software টি ব্যবহার করতে পারেন। এই সফটওয়্যারটির সবচেয়ে ভাল দিক হচ্ছে খুব সহজে এবং দ্রুত গতিতে কাঙ্খিত ফাইল বা ফোল্ডার খুঁজে পাওয়া যায়। মজার বিষয় হচ্ছে আপনি যদি কম্পিউটারে কোন গোপন ফোল্ডার তৈরি করে রাখেন, সেটাও Everything সফটওয়্যার আপনাকে খুঁজে দেবে। তাই সস্তা নামে (যেমন, My secret Folder) কোন গোপন ফোল্ডার তৈরি করবেন না। একটু বুদ্ধি খাটিয়ে ফাইলগুলোর নাম নির্ধারণ করুন।
Download Link: www.voidtools.com/downloads
2) Unlocker: মাত্র 393kb সাইজের এই সফটওয়্যারটি আপনাকে রাতে ভাল ঘুম এনে দিতে পারে। কি বিশ্বাস হচ্ছে না! দেখুন, আমাদের কম্পিটারে এমন অনেক ফাইল থাকে বা বিভিন্নভাবে না চাইতে-ও সেই ফাইলগুলো কম্পিটারে চলে আসে, আর ডিলিট করার সময় সেগুলো কোন ভাবেই ডিলিট হতে চায় না। যখন কোন ফোল্ডার বারবার ডিলিট করতে চেয়েও ডিলিট করা যায় না, তখন-যে কি অবস্থা হয় তা অনেকে-ই ভাল জানেন। তাই এবার থেকে ব্যবহার করুন Unlocker উইন্ডোজ সফটওয়্যার, যা দিয়ে সব রকম ডিলিট না হতে চাওয়া ফাইল, মাত্র এক ক্লিকে ডিলিট করতে পারবেন।
তবে অবশ্যই সতর্ক হয়ে ফাইলগুলো ডিলিট করুন। দেখা গেল আজেবাজে ফাইল ডিলিট করতে গিয়ে উইন্ডোজের মূল ফাইল ডিলিট করে ফেললেন, তখন কিন্তু বিপদে পড়ে যাবেন, তাই অবশ্যই সাবধান।
Download Link: filehippo.com/download/unlocker
3) Texter: কম্পিউটারে টাইপ করতে করতে হাত ব্যথা হয়ে যায়, তাছাড়া একিই শব্দ বারবার লিখতে-ও বিরক্ত লাগে। এক্ষেত্রে Texter হচ্ছে এমন একটি সফটওয়্যার যা আপনার বিরক্তিভাব দূর করতে পারে। মাত্র 462kb সাইজের এই সফটওয়্যার আপনার লেখার গতি যেমন বাড়াবে তেমনি ভুল লিখলেও শুদ্ধ লেখা অটোমেটিক টাইপ হয়ে যাবে। ধরুন, আপনি একটি আর্টিকেল লিখছেন যেখানে একটি শব্দ খুব কঠিন এবং শব্দটি লিখতে অনেক বার কিবোর্ড চাপতে হচ্ছে। এক্ষেত্রে আপনি Texter দিয়ে ওই শব্দের একটি অশুদ্ধ ফর্ম বা সর্ট ফর্ম তৈরি করবেন, টাইপের সময় ওই অশুদ্ধ ফর্ম বা সর্ট ফর্ম লিখে Enter press করলে শুদ্ধ লেখাটি চলে আসবে। উদাহরণ হিসেবে Beautiful শব্দটি ধরা যেতে পারে, আপনি যদি 'Beautiful' শব্দটির অশুদ্ধ বা সর্ট ফর্ম 'btf' ব্যবহার করেন, তাহলে যখনি 'btf' লিখে Enter press করবেন তখনি অটোমেটিক Beautiful লেখাটি শো হবে। এভাবে কঠিন সব শব্দ অল্প কথাই সর্ট ফর্ম বানিয়ে চটজলদি লিখে ফেলতে পারবেন।
Texter সফটওয়্যারটি ডাক্তারি পেশার জন্য খুবিই গুরুত্বপূর্ণ। ডাক্তার সাহেবরা লম্বা আর কঠিন সব ঔষধের নাম লিখতে ক্লান্ত হয়ে পড়েন, সেক্ষেত্রে এই সফটওয়্যারটি তাদের জন্য বেশ উপকারি। পাশাপাশি যারা থিসিস কিংবা রিসার্চের কাজ করেন তাদের জন্যও Texter সফটওয়্যারটি বেশ উপকারি।
Download Link: https://texter.en.softonic.com
4) Unchecky: কম্পিউটারে প্রয়োজনীয় সফটওয়্যার Install করতে গিয়ে অনেক সময় অপ্রত্যাশিত সফটওয়্যার অটোমেটিক Install হয়ে যায়। ওই অপ্রত্যাশিত সফটওয়্যারগুলো মূলত প্রয়োজনীয় সফটওয়্যারের সাথে জুড়ে দেওয়া হয়, যার মাধ্যমে ম্যালওয়্যার, স্পাইওয়্যার, র্যানসামওয়্যারের মতো ভয়ংকর ভাইরাস আপনার কম্পিউটারে ঢুকে যায়, আর কম্পিউটার হ্যাক হয়ে যায়। তাই যেকোন অপ্রয়োজনীয় সফটওয়্যার Install ঠেকাতে ব্যবহার করুন Unchecky, এর মাধ্যমে সবরকম অপ্রত্যাশিত সফটওয়্যার আপনার কম্পিউটার থেকে ছুড়ে ফেলে দেবে এই Unchecky সফটয়্যার, আর আপনার কম্পিউটার থাকবে ভাইরাস ও হ্যাকিং মুক্ত।
Download Link: https://unchecky.com
5) QTTabBar: 4.5Mb সাইজের এই সফটওয়্যারটি আপনার কাজকে আরো বেশি Smooth করে তুলবে। কেননা, কাজের প্রয়োজনে যখন আমাদের অনেকগুলো সফটওয়্যার অপেন করতে হয় তখন 'Taxbar'-এ সফটওয়্যারগুলোর Icon ভরে যায়। তাই এই সমস্যা এড়াতে এবং সফটওয়্যারগুলো ওয়েবসাইটের মতো করে ব্যবহার করার জন্য QTTabar সফটওয়্যারটি ব্যবহার করা যেতে পারে। এই সফটওয়্যারটি দিয়ে ওয়েবসাইটের মতো বিভিন্ন প্রয়োজনীয় সফটওয়্যারের ট্যাব তৈরি করে ফেলতে পারবেন, যা নিঃসন্দেহে আপনার কাজে Smooth করে দিবে।
Download Link: http://qttabbar.wikidot.com
6) WinDirStat: ফোল্ডার ডিটেইলস জানার জন্য WinDirStat সফটওয়্যারটি বেশ কাজের। তাছাড়া সমজাতীয় ফাইলগুলো একসাথে দেখার সুযোগ যেমন রয়েছে, তেমনি গ্রাফিকস ভিউয়ের মাধ্যমে খুব সহজে যেকোন ফাইল খুঁজে ডিলিট বা কাজ করা যায়। যেমন, যদি Zip ফাইল ডিলিট করতে চান তাহলে গ্রাফিকস ভিউয়ে Zip ফাইলগুলো যে রঙের চিহ্ন আছে তার ওপর ক্লিক করতে হবে, কম্পিউটারে যতগুলো Zip ফাইল আছে সবগুলো একবারে সামনে চলে আসবে। এবার সেখান থেকে ইচ্ছেমতো ফাইল নিয়ে কাজ করতে পারবেন। এই কাজের সফটওয়্যারটি সাইজে-ও বেশ কম মেগাবাইটের, মাত্র 6.5Mb এর।
Download Link: https://windirstat.net/download.html
7) Recuva: কম্পিউটারের জন্য যতগুলো ফ্রি ডাটা রিকোভার সফটওয়্যার রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে Recuva। যেকোন ডিলিট হয়ে যাওয়া ডাটা খুব সহজে এবং বিনামূল্যে রিকোভার করতে Recuva এর জুড়ি নেই। অনেক সময় অনেক সফটওয়্যার ফ্রি ডাটা রিকোভারের অফার দিয়ে থাকে। কিন্তু যেই-না আপনি ডাটা রিকোভার করতে যাবেন তখনি তারা টাকা ডিমান্ড করে। সেদিক থেকে Recuva একেবারে ভিন্ন, কারন এই সফটওয়্যার দিয়ে কোনরকম চার্জ ছাড়া সমস্ত ডাটা রিকোভার করা যায়। তাই অসাবধানবশত ডিলিট হয়ে যাওয়া ফাইল বা ডাটা রিকোভার করতে কম্পিউটারে অবশ্যই এমন একটি সফটওয়্যার থাকা উচিৎ।
Download Link: www.ccleaner.com/recuva
8) Ditto: কম্পিউটারে কাজের প্রয়োজনে অবশ্যই কপি-পেস্ট (copy-paste) করতেই হয়। এই কপি-পেস্টের কাজ আরো সহজ করতে Ditto সফটওয়্যারটি ব্যবহার করা যেতে পারে। কেননা Ditto এর মাধ্যমে আপনি Multiple Copy করতে পারবেন। ২২ মেগাবাইটের এই সফটওয়্যারটির মাধ্যমে একসাথে একাধিক ফাইল ক পি করে ব্যবহার করা যায়। যেমন, আপনি যদি দরকারি কোনকিছু কপি করেন, কিন্তু তা যথাস্থানে পেস্ট (paste) করার পূর্বে ভুলে অন্য কোনকিছু কপি করে ফেললেন, তখন কিন্তু আপনার আগের কপি করা ফাইলটা আর থাকে না। সেক্ষেত্রে Ditto এর মাধ্যমে আপনি আগের কপি করা ফাইল খুঁজে আনতে পারবেন খুব সহজে। অর্থাৎ আপনি কোনকিছু কপি করলে তা হারিয়ে যাওয়া থেকে রক্ষা করে Ditto. এজন্য অবশ্যই এই ফ্রি সফটওয়্যারটি নিজের কম্পিউটারে Install করা উচিৎ। বলা হচ্ছে, আগামী দিনে Windows এ Ditto সফটওয়্যারটি Default হিসেবে থাকবে।
Download Link: https://ditto-cp.sourceforge.io/
9) Turbo Top: একাধিক window নিয়ে কাজ করতে গেলে, একটার ওপর ক্লিক করলে আরেকটা তলে পড়ে যায়, এক্ষেত্রে বারবার ক্লিক করে পিছনের-টা সামনে আবার সামনের-টা পিছনে এনে কাজ করতে হয়। এই সমস্যা এড়াতে Turbo Top সফটয়্যারটি ব্যবহার করা যেতে পারে। Turbo Top যেকোন window কে উপরে রাখে এবং কাজের গতি বাড়িয়ে দেয়।
Download Link: www.savardsoftware.com/turbotop10) Ninite: প্রথমত এটা Top: Software না, এটি একটি সাইট যার Address হচ্ছে Ninite.com এই সাইটে কম্পিউটারের জন্য সব রকম ফ্রি সফটওয়্যার পাওয়া যায়। যেমন, কম্পিউটারে ভিডিও ও অডিও প্লে করার জন্য আমরা যেসব সফটওয়্যার ব্যবহার করি সেগুলো খুব তাড়াতাড়ি ব্যাকডেট হয়ে যায়, এবং বারবার আপডেট করতে হয়। সেক্ষেত্রে Ninite.com এর মাধ্যমে এসব ফ্রি সফটওয়্যারগুলো অটোমেটিক আপডেট বা Install করা যায়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সাইটে একসাথে অনেকগুলো সফটওয়্যার ডাউনলোড করা যায়, এবং সেগুলো কোনরকম Next (Install করার সময় যে Next ক্লিক করতে হয়) ক্লিক করা লাগে না।
Download Link: https://ninite.com
To know more: Mysterious Cave
0 Comments